ফাইল ছবি
সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর ধানমণ্ডির সেইফ হোমে আনা হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে প্রিজন ভ্যানে করে পলককে কাশিমপুর কারাগার থেকে ধানমণ্ডিতে আনা হয়।
এখন পর্যন্ত তাকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধসহ গণহত্যা সংঘটনের পরিকল্পনার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে গত ১২ ডিসেম্বর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।