Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৭ ১৪৩১, শনিবার ১১ জানুয়ারি ২০২৫

বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগ নেতার সাক্ষাৎ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ১১ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগ নেতার সাক্ষাৎ

ফাইল ছবি

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী বৃটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং একাধিক হত্যা মামলার আসামি।

গত ৫ ডিসেম্বর একটি অনুষ্ঠানে স্টারমারের সাথে তার এ সাক্ষৎ হয়। দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কথাবার্তার ভিডিও ধারণ করা হয়েছে।

সামাজিকমাধ্যমে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন। এ খবর দিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম গাইডও ফোকস। গাইডও ফোকস তাদের ওয়েবসাইটেও দুজনের মধ্যে কপোকথনের একটি ভিডিও আপলোড করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার শাসনের পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে আসা আনোয়ারুজ্জামান চৌধুরী বাংলাদেশে একাধিক হত্যা মামলার আসামি। আনোয়ারুজ্জামান শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র। স্টারমারের সঙ্গে দেখা করার পরই ৮ ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লন্ডনে হাসিনা-সমর্থিত সমাবেশ করেছিলেন।

আনোয়ারুজ্জামান বৃটেনের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও ঘনিষ্ঠ। একাধিকবার সেসব ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। ২০১৫ সালের নির্বাচনের পরপরই শেখ হাসিনার উপস্থিতিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত একটি সমাবেশে টিউলিপ সিদ্দিক দলটির সদস্যদের উদ্দেশে উল্লাস প্রকাশ করতে গিয়ে বাংলায় বলেছিলেন, ‘আপনারা সাহায্য না করলে আমি কখনই বৃটিশ এমপি হিসেবে দাঁড়াতে পারতাম না’।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer