Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৮ ১৪৩১, বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫

দেরি করে নির্বাচন করার চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে: ফারুক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ২২ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

দেরি করে নির্বাচন করার চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে: ফারুক

ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা  জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সমর্থন মানে এই নয়, তারা মঈন-ফখরুদ্দিনের মতো ক্ষমতা হস্তান্তর বিলম্বিত করবে। নির্বাচনকে দীর্ঘায়িত করার চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

বুধবার দুপুরে চট্টগ্রামে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি বলেন, জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত এই সরকারকে সমর্থন দিয়ে যাবে বিএনপি। সচিবালয়ে আগুন, সংসদ ভবনে এখনো কেন জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে তা নিয়েও ক্ষোভ জানান তিনি। 

জয়নুল আবদিন আরও বলেন, এখনো শেখ হাসিনার দোসররা সরকারের বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে আছে। তারা নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer