Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৩ ১৪৩১, সোমবার ২৭ জানুয়ারি ২০২৫

চাটখিলে আওয়ামী লীগের শোডাউন : আটক ২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৪, ২৫ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

চাটখিলে আওয়ামী লীগের শোডাউন : আটক ২

ফাইল ছবি

নোয়াখালীর চাটখিলে আওয়ামী লীগ নেতাকর্মীদের শোডাউন করেছে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোডাউন শেষে সেখান থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে এ ঘটনা ঘটে।

 
আটক দুজন হলেন: উপজেলার বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমীনের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল রাসেল (৪২), একই গ্রামের ইসমাইল বেপারী বাড়ির ইসমাইল বেপারী বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া লিটন (৪৫)।
 
জানা গেছে, শোডাউনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাজারে উপস্থিত হন। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই ঘটনাস্থল ত্যাগ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারপর পুলিশ এসে উপস্থিত হয়।
 
স্থানীয়দের দাবি, আটক দুই নেতা শোডাউনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাদের একজন পারিবারিক কাজে চট্টগ্রাম থেকে এসেছেন এবং অন্যজন স্থানীয় ব্যবসায়ী।
 
 
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মেহেদী হাসান বাহালুল বলেন, ‘আটক হওয়া দুজন আমার সঙ্গে ছিলেন এবং শোডাউনের সঙ্গে যুক্ত ছিলেন না। পুলিশ তাদের ভুল বোঝাবুঝির কারণে আটক করেছে।’
 
এ ঘটনায় স্থানীয় যুবলীগ নেতারা ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। আজিম মিজি নামে এক নেতা লিখেছেন, ‘গুজব ছড়িয়ে কর্মীদের বিপদে ফেলা বন্ধ করতে হবে। দলের প্রতি নেতাদের আরও দায়িত্বশীল হতে হবে।’
 
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer