Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৩ ১৪৩১, সোমবার ২৭ জানুয়ারি ২০২৫

সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৩, ২৭ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান গ্রেপ্তার

ফাইল ছবি

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, ডা. এনামুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

জানা গেছে, এনামুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer