Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৯ ১৪৩১, সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগের লিফলেট বিতরণ কালে রাজন গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৫, ২ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

আওয়ামী লীগের লিফলেট বিতরণ কালে রাজন গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে  রাজন নামে যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা।

রোববার সকালে পল্লবী কালশী এলাকায় আওয়ামীলীগের লিফলেট বিতরণকালে হাতেনাতে ধরা পড়েন যুবলীগ নেতা রাজন (৩৫)। পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম ভোরের কাগজকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নামের ৭ মামলা রয়েছে

আওয়ামী লীগের কর্মসূচিতে ঘিরে সতর্কতা অবস্থানে রয়েছে পুলিশ ও বিএনপি সহ স্থানীয় জনগণ। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচি দিয়েছি দলটি। ১ থেকে ৫ ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer