![সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার](https://www.bahumatrik.com/media/imgAll/2018September/dipankar-2502102201.jpg)
ফাইল ছবি
পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ সোমবার এক বার্তায় এ তথ্য জানানো হয়।ডিবির মিডিয়া বিভাগ জানায়,দীপঙ্কর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য থাকাকালে রাঙামাটি শহরের চম্পক নগরে বিলাসবহুল বাসভবন ‘দীপালয়’ নির্মাণ করেন। পাঁচ তলাবিশিষ্ট ভবনটি নির্মাণে কয়েক কোটি টাকা ব্যয় করা হয়েছে। রাঙামাটি শহরের বনরূপায় কল্পতরু কনভেনশন হল নির্মাণেও ব্যয় করেছেন কোটি টাকা। ভারতের কলকাতায় ১০তলা বাড়ি নির্মাণেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে।
রাজধানীর মোহাম্মদপুর ও রাজউকের পূর্বাচল নিউ টাউনের দুই জায়গায় ১ কোটি ১৪ লাখ ৪৮ হাজার টাকার ফ্ল্যাট বাড়ি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অনন্যা আবাসিক এলাকায় ৩৩ লাখ টাকা মূল্যের ৫ কাঠা জমির মালিক তিনি। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পত্তিসহ হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন তিনি।
সম্প্রতি রাঙামাটির ১০টি উপজেলার একদল পাহাড়ি-বাঙালি দুর্নীতি দমন কমিশনে (দুদক) এসব তথ্যসহ একটি লিখিতভাবে অভিযোগ জমা দেয়।
স্থানীয় দুদক কার্যালয়ের সূত্র জানিয়েছে, অভিযোগকারীরা অভিযোগের একটি অনুলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়েও পাঠিয়েছেন। তবে অভিযোগকারীরা তাদের নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন।