Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৯ ১৪৩১, বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় নির্বাচনের সুনিদিষ্ট তারিখ ঘোষণা করুন : মেজর হাফিজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

জাতীয় নির্বাচনের সুনিদিষ্ট তারিখ ঘোষণা করুন : মেজর হাফিজ

ফাইল ছবি

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে সুষ্ঠ নির্বাচন ও নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, ‘চলতি বছরে জাতীয় নির্বাচনের সুনিদিষ্ট তারিখ ঘোষণা করুন। এই নির্বাচনে কে ক্ষমতায় আসবে তা আমরা জানি না। জনগণ যাকে ভোট দেবে তারাই দায়িত্ব নেবে।নির্বাচিত প্রতিনিধিরা এসেই সংস্কার করবে।’  

বুধবার দুপুরে শহীদ হাদিস পার্কের জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ উদ্দিন বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের একদল বুদ্ধিজীবী গজিয়ে উঠেছে। যা ফ্যাসিস্ট হাসিনার আমলেও কথাও বলতো না।

এই বুদ্ধিজীবীরা আগে তথাকথিত সংস্কার ও পরে নির্বাচন চেয়ে বসে আছেন। তারা নতুন দল গঠনের সময় দিচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে অনেক সংস্কার হয়ে গেছে। জনগণ তিন তিনটি নির্বাচনে প্রহসন দেখেছে।

দিনের ভোট রাতে হয়েছে। ২০১৮ সালে নির্বাচনের নামে আমাদের বন্দী করে রাখা হয়েছে। তাই জনগণ আর প্রহসন দেখতে চায় না।

জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি স্থায়ী কমিটির নেতা বলেন, ‘আন্দোলনের ব্যর্থতা যেন না আসে এজন্য বিএনপি চুপ রয়েছে। উপদেষ্টাদের মধ্যে বেশ কয়েকজন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর রয়েছেন

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। দ্রব্যমূল্যে সেই আওয়ামী লীগের সিন্ডিকেট এখন আছে। তারা ছয়মাসে কিছু করতে পারেনি। 

তিনি দলের নেতাকর্মীদের আওয়ামী লীগের পালিয়ে যাওয়া থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শহীদ জিয়ার আর্দশে রাজনীতি করতে হবে। তিনি চার বছর রাষ্ট্রক্ষমতায় থাকলেও তার ঢাকায় এক টুকরো জমি ছিল না। সাদা-সিদে জীবন যাপন করেছেন। 

সমাবেশে বক্তারা খুলনাসহ সারা দেশে আইন-শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সংস্কারের নামে নির্বাচন নিয়ে জণগণ আর কালক্ষেপণ দেখতে চায় না। অবিলম্বের জনগণের অধিকার প্রতিষ্ঠা  ও নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 

বক্তারা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার খুলনার সকল মিলকারখানা বন্ধ করেছিল। অন্তরবর্তীকালী সরকারের উপদেষ্টা বলেছেন এই রাষ্ট্রায়ত্ত মিল আর সরকারিভাবে চালু করা হবে না। আর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে খুলনা অঞ্চলকে নতুনভাবে সাজানো হবে। শিল্পাঞ্চল গড়ে তোলা হবে।

জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু’র সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, খুলনা মহানগর আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম ও মহানগর বিএনপি'র সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, সৈয়দা নার্গিস আলী, জিয়া ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগুজী, নারী নেতা রেহানা ঈশা প্রমুখ। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer