Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৩০ ১৪৩১, শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

ছবি- সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্বৃত্তের হামলায় মামুন মণ্ডল নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধাপেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ধাপেরহাটের জামদানির রাস্তার মোড়ে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা করে। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহ  আল মামুন মণ্ডল (৩০) ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ওই এলাকার খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে। পরে হাসপাতাল থেকে মরদেহ ধাপেরহাটে নিয়ে এলে স্থানীয় জনতা ও স্বজনরা মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করে।

খবর পেয়ে গাইবান্ধা সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করে।সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, ধাপেরহাট বন্দরে হামলার ঘটনায় আল মামুন মণ্ডল নামের এক যুবক নিহত হয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer