Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৮ ১৪৩১, শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫

মহিলা আওয়ামী লীগ নেত্রী মেরী গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

মহিলা আওয়ামী লীগ নেত্রী মেরী গ্রেপ্তার

ফাইল ছবি

বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার রাত দেড়টার দিকে গৌরনদীর নাঠৈ গ্রামের নিজ বাড়ি থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি এক বিএনপি নেতার ওপর হামলা ও হুমকির অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সৈয়দা মনিরুন নাহার মেরী।গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোহয়েছে।

উল্লেখ্য, বিগত ৫ আগস্টের পর গৌরনদীর অধিকাংশ আওয়ামী লীগ নেতারা আত্মগোপন করলেও সৈয়দা মনিরুন নাহার মেরী নাঠৈ গ্রামের নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer