Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৮ ১৪৩১, শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন :মির্জা ফখরুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০০, ২০ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন :মির্জা ফখরুল

ছবি- সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি। ঠিক জানি না কখন, কোথায় কী হচ্ছে। বুঝতেও পারছি না। এই জায়গা থেকে আমি অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ইউনূসকে অনুরোধ করবো- জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। 

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকশাম পৌর স্টেডিয়ামে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, অন্যান্য রাজনৈতিক দলকে অনুরোধ করবো- এমন কোনো কথাবার্তা বললেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়। আমরা রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই। এখনো করি। আমরা অতীতে সরকারে ছিলাম, ইনশাআল্লাহ আবার জনগণের ভোটে সরকারে যাব। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer