Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১২ ১৪৩১, মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সহকারী গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সহকারী গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিশেষ সহকারী ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. জাকির হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে দিকে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাকির হোসেনের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ী এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের সদর থানার ছায়াবিথি এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জাকিরের বিরুদ্ধে চাঁদাবাজি জমি দখল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। চলমান অপারেশন ডেভিল হান্ট নামে পরিচালিত বিশেষ অভিযানে রোববার রাত পৌনে ১১টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাসন থানার ওসি কায়সার আহাম্মেদ বলেন, তাকে আমরা গ্রেপ্তার করে থানায় এনেছি। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছে। বিস্তারিত পরে জানানো হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer