Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৭ ১৪৩১, সোমবার ০৩ মার্চ ২০২৫

পুলিশ এখনো টাকা ছাড়া মামলা নেয় না : মান্না

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

পুলিশ এখনো টাকা ছাড়া মামলা নেয় না : মান্না

ছবি- সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা ২০ দিনে দেড় হাজার মানুষ মেরে পালিয়েছে। সেখান থেকে এ দেশের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। প্রশাসন জনগণের সেবক অথচ বাংলাদেশের থানা পুলিশ এখনো টাকা ছাড়া মামলা নেয় না।

শুক্রবার বগুড়ার শিবগঞ্জে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে এ কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, গত ২১ ফেব্রুয়ারি রাতে শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শিবগঞ্জের ঘটনায় থানায় মামলা দিলে ৪/৫ জন আসামির নাম থানার ওসি কেটে দিতে বলেন। ওসি নাম কাটার কে? আমাকে শিবগঞ্জে আসতে দেওয়া হবে না এ হুংকারের কারণে আমার বাড়ি শিবগঞ্জে এসেছি। আমি যদি হুংকার দেই তাহলে শিবগঞ্জে ভূমিকম্প হবে।

শিবগঞ্জ পৌর নাগরিক ঐক্যের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, উপজেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব আব্দুল বাসেত বাদশা, জেলা নাগরিক ঐক্যের সমন্বয়কারী মতিউর রহমান, নাগরিক ঐক্যের নেতা সাইদুর রহমান সাগর, এনামুল হক, সৈকত বিদ্যুৎ, মাহবুব মোর্শেদ হীরা, অমিদ হাসান, হারুনুর রশিদ, সাজু, জেলা নাগরিক যুব ঐক্যের আহ্বায়ক আরিফুল ইসলাম, আজাদুল ইসলাম, আ. রহমান, উপজেলা যুব ঐক্যে সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ তুষার ও সৈকত আহম্মেদ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer