Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৬ ১৪৩১, রোববার ০২ মার্চ ২০২৫

গুটি কয়েক ছাত্রনেতা সরকার ও প্রশাসন নিয়ন্ত্রণ করছে: নুর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯, ১ মার্চ ২০২৫

প্রিন্ট:

গুটি কয়েক ছাত্রনেতা সরকার ও প্রশাসন নিয়ন্ত্রণ করছে: নুর

ছবি- সংগৃহীত

গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে গুটিকয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে শনিবার বিকেলে গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

নুর বলেন, ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণ-অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকারের জন-আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে একটি নির্দিষ্ট বলয়কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে। যার ফলে গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য তৈরি হয়েছিল, তাতে আজ ফাটল ধরেছে, বিভাজন সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে গুটিকয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে

নুর বলেন, ‘এ অবস্থায় সরকারে থাকা তিনজন ছাত্র উপদেষ্টার মধ্যে একজন পদত্যাগ করে একটি দল গঠন করেছে। আমরা নতুন দলকে স্বাগত জানাই।’

তিনি বলেন, সরকারের নিরপেক্ষতা বজায় রাখা এবং জনগণ ও রাজনৈতিক নেতাদের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই উপদেষ্টাসহ সরকারে প্রতিনিধিত্বকারী সব ছাত্রকে পদত্যাগের আহ্বান জানাই।

নূর বলেন, নতুন দলের আত্মপ্রকাশের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকায় এসেছে ছাত্র-জনতা, যা কাম্য নয়।

এ ছাড়া গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও অভিযোগ করেন নুরুল হক নুর।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer