Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২১ ১৪৩১, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫

সাবেক জ্বালানি উপদেষ্টার সাবেক পিএস গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ৬ মার্চ ২০২৫

প্রিন্ট:

সাবেক জ্বালানি উপদেষ্টার সাবেক পিএস গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রীর সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সাবেক বিশেষ সহকারী (পিএস) মো. মনোয়ার হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানার সদস্যরা।

বুধবার এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৪টায় ঢাকা জেলার ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মো. মনোয়ার হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ছিলেন। তিনি বিগত সংসদ নির্বাচনে ধামরাই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ২০০৯-১০ সালে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) ছিলেন মনোয়ার।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মনোয়ার হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে মো. মনির হোসেন হত্যা চেষ্টার ঘটনায় আদাবর থানায় দায়ের করা একটি মামলার আসামি। মো. মনির হোসেন বাদী হয়ে গত বছরের ২১ আদাবর থানায় মামলাটি দায়ের করেছিলেন।

আদাবর থানা সূত্রে জানা যায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে মো. মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer