Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩১, বুধবার ১৯ মার্চ ২০২৫

সাবেক মন্ত্রী শাজাহান খানের ভাই গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৫, ১৮ মার্চ ২০২৫

প্রিন্ট:

সাবেক মন্ত্রী শাজাহান খানের ভাই গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের চাচাতো ভাই পাভেলুর রহমান শফিক খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে রংপুর নগরীর নুরপুর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

পাভেলুর রহমান শফিক খান মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার নামে মাদারীপুর সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী একাধিক মামলা রয়েছে।

ওসি আতাউর রহমান বলেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খানের নামে মাদারীপুর সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী হওয়া একাধিক মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত অন্যান্য বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer