Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৮ ১৪৩১, বুধবার ০২ এপ্রিল ২০২৫

কারাগারে ঈদ কাটলো আওয়ামী লীগের যেসব শীর্ষ নেতার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৮, ১ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

কারাগারে ঈদ কাটলো আওয়ামী লীগের যেসব শীর্ষ নেতার

ফাইল ছবি

আওয়ামী লীগ নেতাদের মধ্যে অন্যতম সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। যিনি একসময় ব্যবসা ও রাজনীতিতে ছিলেন অত্যন্ত প্রভাবশালী, তিনিও এবার কারাগারেই ঈদ পালন করছেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু কারাগারে ঈদ করছেন। এছাড়াও, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, শাজাহান খান, কাজী জাফরউল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির মতো নেতারাও এবার কারাগারে ঈদ কাটাচ্ছেন।

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, যিনি এক সময় ছিলেন অত্যন্ত প্রভাবশালী, তিনিও এবার কারাগারে ঈদ করছেন। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমসহ জেলা-উপজেলা পর্যায়ের অসংখ্য নেতা এবার কারাগারেই ঈদ উদযাপন করছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer