Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩২, শনিবার ১৯ এপ্রিল ২০২৫

নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ পায়নি বিএনপি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ১৬ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ পায়নি বিএনপি

ছবি- সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধিদল। নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপের আশায় এ বৈঠকে অংশ নিলেও সন্তুষ্ট হতে পারেনি দলটি। কারণ হিসেবে দলের মহাসচিব জানিয়েছেন, তারা প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের কোনো সুনির্দিষ্ট ডেটলাইন পায়নি।

বুধবার দুপুর ১২টার পর রাজধানীতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনার রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু।

এর আগে নির্বাচনকে ঘিরে চলমান অনিশ্চয়তা নিরসন ও ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিল বিএনপি।

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে অনেক কিছু আলোচনা হয়েছে। তবে আমরা একেবারেই সন্তুষ্ট নই।’

তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যে যদি দেশে নির্বাচন না হয়, তবে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি বিরাজ করছে তা আরও খারাপের দিকে যাবে। তখন এটি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer