Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩২, সোমবার ২১ এপ্রিল ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলন প্লাটফর্মের বিলুপ্তি চান সাধারণ শিক্ষার্থীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৭, ২০ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

বৈষম্যবিরোধী আন্দোলন প্লাটফর্মের বিলুপ্তি চান সাধারণ শিক্ষার্থীরা

ছবি- সংগৃহীত

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গায়েবানা জানাজা ও বিচারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্ত ঘোষণার দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা।রোববার  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে জানাজা শেষে শিক্ষার্থীরা এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলুষিত করতে একদল স্বার্থান্বেষী মহল চক্রান্ত করছে। অবিলম্বে এই প্লাটফর্মকে বিলুপ্ত ঘোষণা করা প্রয়োজন। যাতে এই প্লাটফর্ম ব্যবহার করে আর কেউ নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer