Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৭ ১৪৩২, মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫

ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি: নজরুল ইসলাম খান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৫, ২১ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি: নজরুল ইসলাম খান

ফাইল ছবি

ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। এ সময়ে ভোট আয়োজনে কোনো বাধা দলটি কোনো দেখছে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার বিকেলে গুলশানে লেবার পার্টির সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে এমন মন্তব্য করেন তিনি।তিনি বলেন, যারা ডিসেম্বরে নির্বাচন চায় না তাদেরই উত্তর দিতে হবে বছরের শেষে ভোটগ্রহণে অসুবিধা কোথায়? বিএনপি এ সময়ে ভোট আয়োজনে কোনো বাধা দেখছে না।

নজরুল ইসলাম এ সময় প্রশ্ন রাখেন, চলতি বছরের মাঝামাঝি নির্বাচন কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন তাদের দ্বায়িত্ব পূর্ণ করতে যাচ্ছেন, তাহলে ডিসেম্বরে নির্বাচনে বাধা কোথায়?সংস্কার প্রস্তাব নিয়ে নজরুল ইসলাম খান বলেন, এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।

প্রশাসনে বিএপির লোক, এনসিপির এমন অভিযোগের বিষয়ে পাল্টা প্রশ্ন রেখে নজরুল ইসলাম বলেন, যারা অভিযোগ করছেন তারা সরকারের উপদেষ্টা ছিলেন, তারাই বিএনপির লোক বসিয়ে এসেছেন কিনা?বরং বিএনপিকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

বৈঠক শেষে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, জনগণ ও রাজনীতিবিদদের প্রত্যাশা অনুযায়ী ড. ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer