Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩২, বুধবার ২৩ এপ্রিল ২০২৫

বাস্তবায়ন হয়নি ন্যূনতম মজুরি, শান্তিতে নেই শ্রমজীবীরা: নজরুল ইসলাম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮, ২২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:৫৯, ২২ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

বাস্তবায়ন হয়নি ন্যূনতম মজুরি, শান্তিতে নেই শ্রমজীবীরা: নজরুল ইসলাম

ফাইল ছবি

আগামী ১ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি।মঙ্গলবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

সমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বলেও জানান তিনি।

নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে শ্রমজীবী মানুষ খুব শান্তিতে নেই, তাদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি। তাই শ্রমিকদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখতে চায় বিএনপি।

অপর এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর সঙ্গে বিএনপি একমত। তবে ন্যূনতম মজুরিসহ কিছু বিষয়ে যুক্ত করার বিষয়ে পরামর্শ দেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer