Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩২, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫

নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৫, ২৩ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন

ফাইল ছবি

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন। আগামী ২৫ এপ্রিল সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতেই তিনি নতুন বাংলাদেশে নতুন দলের নাম ঘোষণা করবেন।

খোঁজ নিয়ে জানা যায়, দলটির নাম হচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’- তথ্যটি নিশ্চিত করেছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ।

দীর্ঘদিন ধরে দেশে সড়কে নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় আছেন ইলিয়াস কাঞ্চন। গড়ে তুলেছেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ সংগঠন। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer