ঢাকা : ভারতের প্রতি অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পানি নিয়ে তারা যা করছে এটি বন্ধু রাষ্ট্রের কাজ নয়। পাকিস্তান আগে গুলি করে মারতো, এখন ভারত না খাইয়ে মারবে।
শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪০তম বার্ষিকী উপলক্ষে ‘ভারতের পানি অগ্রাসন প্রতিরোধে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, কৃষকেরা পানির অভাবে ফসল ফলাতে পারছে না। আন্তর্জাতিক আইনে আছে কোনো দেশের নদী বা খালে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। কিন্তু ভারত সেটা মানছে না।
অনুষ্ঠানে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এসডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, ন্যাশনাল ডেমোক্রিটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুউদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বক্তব্য দেন।
বহুমাত্রিক.কম