Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৮ ১৪৩১, বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫

মালয়েশিয়ায় ক্রেন দুুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৩, ৬ এপ্রিল ২০২৩

আপডেট: ১৫:৩২, ৬ এপ্রিল ২০২৩

প্রিন্ট:

মালয়েশিয়ায় ক্রেন দুুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ক্রেনচাপায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেরনামা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।ওই প্রতিবেদন থেকে জানা যায়, হাইড্রোলিক ক্রেনটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ টিমের এক মুখপাত্র জানিয়েছেন, সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল ক্রেন সরিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে।

পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য নিহতদের দেহাবশেষ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধকারী দলের মুখপাত্র।ইপোহ জেলা পুলিশের প্রধান এসিপি ইয়াহায়া হাসান জানিয়েছেন, মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer