Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১২ ১৪৩১, শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪

সাজা শেষে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৭, ২৮ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

সাজা শেষে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

ছবি- সংগৃহীত

বিভিন্ন অপরাধে সাজা ভোগ শেষে ২২ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে ভারতের ৩০, ইন্দোনেশিয়ার ২৫, নেপালের ২০, পাকিস্তানের ১১, শ্রীলঙ্কার ৮, থাই ৫ এবং ফিলিপাইনের ৪ নাগরিককেও নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

শুক্রবার মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ডিটেনশন ক্যাম্প থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠায় ইমিগ্রেশন বিভাগ।

শনিবার রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা শেষে তাদের নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর ফেরত পাঠানো হয়।
বাংলাদেশি ছাড়াও একই ক্যাম্প থেকে ভারতের ৩০, ইন্দোনেশিয়ার ২৫, নেপালের ২০, পাকিস্তানের ১১, শ্রীলঙ্কার ৮, থাই ৫ এবং ফিলিপাইনের ৪ নাগরিককেও নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের করা হয় ‘কালো তালিকাভুক্ত’।

এর আগে কয়েক ধাপে একই ডিটেনশন ক্যাম্প থেকে বাংলাদেশিসহ ৪৩৩ জনকে ফেরত পাঠায় অভিবাসন বিভাগ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer