Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৬ ১৪৩১, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

লেবানন থেকে ফিরলেন ৫৪ বাংলাদেশি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯, ২১ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

লেবানন থেকে ফিরলেন ৫৪ বাংলাদেশি

ছবি- সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে প্রথম দফায় ফিরেছেন ৫৪ বাংলাদেশি। সোমবার সন্ধ্যায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৈরুত থেকে জেদ্দা হয়ে সরকারি খরচে দেশে ফেরেন তারা

প্রথম দফায় দেশে ফেরত আসাদের মধ্যে ২৬ জন পুরুষ, ২০ জন নারী, ৬ শিশু ও ২ নবজাতক রয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এর আগে স্থানীয় সময় রবিবার রাতে লেবাননের বৈরুত থেকে রওনা হয় ৫৪ সদস্যের দলটি। আজ স্থানীয় সময় সকালে সৌদি আরবের জেদ্দায় পৌঁছায় তারা। সেই ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকায় ফেরে।  

প্রসঙ্গত, ইসরায়েলের সঙ্গে লেবাননে চলমান যুদ্ধে দেশে ফিরতে এরই মধ্যে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। আগামী বুধবার দ্বিতীয় দফায় ফেরার কথা রয়েছে আরও ৬৫ বাংলাদেশির। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer