Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৬ ১৪৩১, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

লেবানন থেকে ফিরছেন আরও ৯৫ জন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮, ১১ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

লেবানন থেকে ফিরছেন আরও ৯৫ জন

ফাইল ছবি

যুদ্ধবিদ্ধস্ত লেবাননে আটকে পড়া আরও ৯৫ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হচ্ছে। দেশে ফিরতে ইচ্ছুক এসব প্রবাসী মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দূতাবাসের ব্যবস্থাপনায় দুবাই হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সম্পূর্ণ সরকারি ব্যয়ে এ পর্যন্ত মোট ৩৭০ বাংলাদেশিকে এবং আইওএম স্পন্সরে ১৫১ জনকে লেবানন থেকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। আইওএম’র পক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে ৫ হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এর মধ্যে, গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন। এর পর ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬, ২৮ অক্টোবর মধ্যরাতে ৩০, ২৯ অক্টোবর রাতে ৩৬, ৩১ অক্টোবর ৫২ জনকে, ৩ নভেম্বর ৭০ জনকে এবং ৫ নভেম্বর ১৮১ জনকে দেশে ফিরিয়ে আনা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer