Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৯ ১৪৩১, শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫

বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৪, ২১ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ছবি- সংগৃহীত

বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয়েছে।

স্থানীয় সময় বুধবার তাদের ফেরত পাঠানো হয়। এর আগে বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) ৬৮ বিদেশিকে আটক করে।

একেপিএস জানিয়েছে, আটক ৬৮ বিদেশির মধ্যে ৪৫ জনই বাংলাদেশি। তারা পর্যটক হিসেবে দেশটিতে গেলেও ইমিগ্রেশন কাউন্টারের দিকে যাননি। বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় তারা ঘোরাফেরা করছিলেন। বিশেষ কারোর জন্য তারা অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, পর্যটক দলের মধ্যে ১৬ জন পাকিস্তানি, ৪৫ জন বাংলাদেশি ও সাতজন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের আটকের পর কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। এরপর কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ (এনটিএল) তথা ফেরত পাঠানো হয়।সংস্থাটি আরও জানিয়েছে, এটি গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ দেশে ফেরত পাঠানোর (এনটিএল) ঘটনা। দেশটিতে গত ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুই হাজার ৬৫৪ বিদেশি পরীক্ষা করেছে কেএলআইএ। তাদের মধ্যে প্রকৃত পর্যটক না হওয়ায় ৯০০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer