Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৫ ১৪৩১, বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪

শ্রীহরিকোটা স্পেস সেন্টার দর্শনের সুযোগ পেলেন ‘চন্দ্রযান-৩ মহা কুইজ’র বিজয়ীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৪, ১২ জানুয়ারি ২০২৪

আপডেট: ১২:০৭, ১৩ জানুয়ারি ২০২৪

প্রিন্ট:

শ্রীহরিকোটা স্পেস সেন্টার দর্শনের সুযোগ পেলেন ‘চন্দ্রযান-৩ মহা কুইজ’র বিজয়ীরা

যাত্রাপথে উৎফুল্ল কুইজ বিজয়ীরা। ছবি: সংগৃহীত

ভারত সরকারের এক অভিনব উদ্যোগের মাধ্যমে মহাকাশ গবেষণা সংস্থা ISRO র বহুল আলোচিত ‘চন্দ্রযান ৩’ অভিযানের বিষয়ে সারা ভারতজুড়ে "চন্দ্রযান-৩ মহা কুইজ" সম্পন্ন হয়েছে। ৪০ লাখেরও বেশী প্রতিযোগীদের মধ্যে সফল প্রথম ৫০ জনকে ভারত সরকার বিশেষ ব্যবস্থায় ISRO র শ্রীহরিকোটা স্পেস সেন্টার দর্শনে নিয়ে যাওয়া হয়।

এদের মধ্যে একজন হলেন  উড়িষ্যার রাজ্যের তরুন প্রতিযোগী জগন্নাথ দাস। পেশায় ব্যাংক কর্মী জগন্নাথ জানালেন তার অভিজ্ঞতার কথা।

স্বচক্ষে  ISRO র ভেতরের রকেট লঞ্ছিংপ্যাড, মিশন কন্ট্রোল কক্ষ, অ্যাসেম্বলিং সেন্টার ঘুরে দেখা এক কথায় অকল্পনীয় ব্যপার। তিনি জানালেন তাদের সাথে ISRO টু’র প্রোগ্রাম ডিরেক্টরের একান্ত আলাপচারিতা তাদের কাছে উপরি পাওনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াললি যুক্ত হয়ে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের অভিনন্দন জানান। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer