
ফাইল ছবি
নিজের ৭০তম জন্মদিনে পৃথিবীতে প্রত্যাবর্তন করলেন নাসা’র সবচেয়ে বয়স্ক নভোচারী ডোনাল্ড (ডন) পেতিত। সুদীর্ঘ ৭ মাসেরও বেশি সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) কাটানোর পর রোববার কাজাখস্তানে নিরাপদে অবতরণ করেছেন পেতিতসহ আরও দুই নভোচারী। রাশিয়ার তৈরি সয়ুজ ক্যাপসুলে চড়ে নভোচারীদের পৃথিবীতে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা ও রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস।
মার্কিন নভোচারী ডন পেতিত ছাড়াও সয়ুজ ক্যাপসুলটিতে ছিলেন রাশিয়ার দুই নভোচারী (কসমোনটস) আলেক্সেই অভচিনিন ও আইভান ভ্যাগনার। উল্লেখ্য, আজই পেতিত সত্তরে পা দিয়েছেন এবং বর্তমানে তিনিই নাসার সবচেয়ে বেশি বয়সী সক্রিয় নভোচারী।
রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের দেওয়া তথ্য অনুযায়ী, আজ মস্কো সময় ভোর ০৪টা ২০ মিনিটে (জিএমটি সময় ১টা ২০ মিনিট) সয়ুজ এমএস-২৬ মহাকাশযানটি পেতিতি, অভচিনিন ও ভ্যাগনারকে নিয়ে কাজাখস্তানের ঝেজকাজগান শহরের দক্ষিণ-পূর্বে এক প্রত্যন্ত অঞ্চলে অবতরণ করেছে।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরুর ৩ ঘন্টার কিছু বেশি সময় পর সয়ুজ এমএস-২৬ মহাকাশযানটি নভোচারীদের নিয়ে ভূমিতে অবতরণ করে। নিরাপদ অবতরণ বা সফট ল্যান্ডিংয়ের জন্য প্যারাসুট ব্যবহার করে সয়ুজ ক্যাপসুলটি। উল্লেখ্য, ২২০ দিন মহাকাশে অবস্থানকালে নভোচারী ত্রয় পৃথিবী প্রদক্ষিণ করেছেন ৩ হাজার ৫২০ বার এবং সব মিলিয়ে মহাকাশে ৯৩ দশমিক ৩ মিলিয়ন মাইল ভ্রমণ করেছেন তাঁরা।
২২০ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন রাশিয়ার নভোচারী আলেক্সেই অভচিনিন।
২২০ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন রাশিয়ার নভোচারী আলেক্সেই অভচিনিন। ছবিসূত্র: নাসা
নাসার প্রকাশ করা ছবিতে দেখা গেছে, সূর্যোদয়ের সময় প্যারাসুটের সাহায্যে পৃথিবীতে অবতরণ করছে ছোট সয়ুজ ক্যাপসুলটি। অবতরণের পর উদ্ধারকারীরা যখন তাঁদেরকে মহাকাশযান থেকে বের করে মেডিক্যাল তাঁবুতে নিয়ে যাচ্ছিলো তখন নভোচারীরা তাঁদের সুস্থতা ও সাফল্যের ইঙ্গিত করে থাম্বস-আপ দেখিয়েছেন।
৭০ বছর বয়সী নভোচারী ডন পেতিতের এটি ছিল চতুর্থ মহাকাশযাত্রা। নভোচারী হিসেবে নিজের ২৯ বছরের ক্যারিয়ারে সব মিলিয়ে ১৮ মাসেরও বেশি সময় তিনি মহাকাশে প্রদক্ষিণ করেছেন।
নাসা এক বিবৃতিতে বলেছে যে, পেতিত ‘ভালো আছেন এবং পৃথিবীতে ফিরে আসার পর শারীরিক ও মানসিক অবস্থা যেমন থাকার কথা, তাঁর তেমনই আছে।’ অবতরণের পর পেতিতকে বিমানে করে কাজাখস্তানের কারাগান্ডা শহরে নিয়ে যাওয়া হবে, এবং সেখান থেকে তিনি নাসার বিমানে চড়ে টেক্সাসে অবস্থিত নাসা’র জনসন স্পেস সেন্টারে পৌঁছাবেন।
নাসা আরও জানিয়েছে, মহাকাশ স্টেশনে থাকাকালীন সময়ে পেতিত, অভচিনিন ও ভ্যাগনার বিভিন্ন বিষয়ে গবেষণা করেছেন। জল স্যানিটাইজেশন প্রযুক্তি, বিভিন্ন পরিস্থিতিতে উদ্ভিদের বৃদ্ধি এবং মাইক্রোগ্রাভিটিতে আগুনের আচরণ কেমন হতে পারে- এমন সব গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁরা পরীক্ষানিরীক্ষা চালিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসা নাসা’র দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ ইউলমোর মহাকাশে ছিলেন ৯ মাসের কিছু বেশি সময়। সে তুলনায় পেতিত, অভচিনিন ও ভ্যাগনারের মহাকাশ ভ্রমণের সময়কাল কম হলেও, ৭ মাস বা ২২০ দিনকে ছোট করে দেখার কোনো উপায় নেই।
উল্লেখ্য, আমেরিকা ও রাশিয়ার মধ্যকার ক্রমশ ক্ষীয়মাণ দ্বিপাক্ষিক সম্পর্কের যতটা এখনও অবশিষ্ট আছে তাঁর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মহাকাশ নিয়ে তাঁদের যৌথ গবেষণা কার্যক্রম।