Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩১, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

নিজেদের তৈরি প্রথম স্পেস শাটল উৎক্ষেপণ করল ভারত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮, ২৩ মে ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নিজেদের তৈরি প্রথম স্পেস শাটল উৎক্ষেপণ করল ভারত

ঢাকা : মহাকাশ বিজ্ঞানে ফের এক বড় সাফল্য পেল ভারত। সফলতার সঙ্গে প্রথম ভারতে তৈরি স্পেস শাটল মহাকাশে স্থাপন করল ISRO।

সোমবার সকাল ৭টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় প্রথম ভারতে তৈরি স্পেস শাটল Reusable Launch Vehicle (RLV)। 

৬.৫ মিটার লম্বা ও ১.৭৫ টন ওজনের এই স্পেস শাটল উৎক্ষেপণের ২০ মিনিট পর সতীশ ধবন স্পেস সেন্টার থেকে ঘোষণা করা হয় ভারতের এই উৎক্ষেপণ সফল হয়েছে।

Re-Usable Rocket-এর উন্নতির ক্ষেত্রে এবং মহাকাশে ভারতের স্যটেলাইট পাঠানোর খরচ কমাতে এই স্পেস শাটল উৎক্ষেপণ দেশের মহাকাশ বিজ্ঞানীদের প্রাথমিক ধাপ। মূল শাটল আনতে আরও ১০ থেকে ১৫ বছর লাগবে বলে জানিয়েছে ভরতের মহাকাশ বিজ্ঞানীরা। এই Reusable Launch Vehicle (RLV) প্রাথমিক ভাবে তৈরিতে খরচ হয়েছে ৯৫ কোটি টাকা।

সূত্র: জিনিউজ 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer