Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১২ ১৪৩১, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

টি-টোয়েন্টি ফরম্যাট নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন নান্নু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

টি-টোয়েন্টি ফরম্যাট নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন নান্নু

ফাইল ছবি

দায়িত্বের একদম শেষদিকে মিনহাজুল আবেদীন নান্নু। ফেব্রুয়ারি মাসের যে কটা দিন বাকি আছে তাতে খুব একটা ভূমিকা হয়ত থাকবে না। তারপরও তানজিদ তামিমমের মতো তরুণদের নিয়ে জানালেন পরিকল্পনা।

প্রধান নির্বাচক নান্নু বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে মেলে ধরেছে। নিয়মিত এ ধারায় থাকলে সে দলকে ভালো কিছু দিতে পারবে। সিরিজ সিস্টেমের মধ্যে আছে। সে তো সিস্টেমের বাইরে নেই। যখন যাকে মনে করবে তখন তাকে ইউটিলাইজড করা হবে। 

নির্বাচক প্যানেলের কাজ বরাবরই চ্যালেঞ্জিং। সম্ভবত, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সমালোচিত চরিত্র মিনহাজুল আবেদীন। সাফল্যের ভাগটাও তার প্রাপ্য। নিজেকে কিভাবে মূল্যায়ন করবেন?

প্রধান নির্বাচক আরও বলেন, গত ১০ বছরের র‌্যাঙ্কিংগুলো দেখেন। সবকিছু মিলে আত্মতুষ্টি তো আছেই কাজের মধ্যে। সমালোচনা হবেই। এটা দেখাটা জরুরি না নারী উইং প্রধানের দায়িত্ব নিয়েছেন হাবিবুল বাশার। মিনহাজুল আবেদিন এখনো সিদ্ধান্ত নিতে পারেননি।

মিনহাজুল আবেদিন আরও বলেন, দায়িত্ব এখন কি নেব সেটা এখনো ঠিক হয়নি। কোনো আক্ষেপ নেই, যথেষ্ট ভালোভাবেই সকলের সঙ্গে মিলেমিশে কাজ করেছি। বাংলাদেশ আগামীতে আরও এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা। 

টুর্নামেন্ট কমিটির প্রধানের পদে আগ্রহী নন। হেড অব প্রোগ্রাম হলে আপত্তি থাকবে না তার। যে পদে এখনও আছেন ডেভিড মুর।বিদায়বেলায় নতুন নির্বাচক প্যানেলকে শুভ কামনা জানালেন মিনহাজুল আবেদীন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer