Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২১ ১৪৩১, রোববার ০৭ জুলাই ২০২৪

নেপাল দলেও জায়গা পাওয়ার যোগ্য না বাবর : শোয়েব মালিক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ৪ জুলাই ২০২৪

প্রিন্ট:

নেপাল দলেও জায়গা পাওয়ার যোগ্য না বাবর : শোয়েব মালিক

ফাইল ছবি

ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ পাকিস্তান। সাত মাসের ব্যবধানে দুটি বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাবর আজমের নেতৃত্বাধীন দলটি। যে কারণে বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

২০০৭ সালের পর এবারই প্রথম এত দ্রুত টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে বিদায় নিতে হলো পাকিস্তানকে। এই আসরে বাবরদের হার হজম করতে হয়েছে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছেও। যে কারণে ক্রিকেটারদের নিয়ে খুবই বিরক্ত বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটাররা।

এরইমধ্যে একটি টকশোতে অধিনায়ক বাবরের সমালোচনা করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক। তিনি মনে করছেন, বাবর ভালো কোনো দলে খেলার জন্য ফিট নন। এমনকি নেপাল দলেও জায়গা পাওয়ার যোগ্য নন তিনি।

মালিক আরও বলেন, ‘আমাদের সেরা খেলোয়াড় কে? আমাদের সেরা খেলোয়াড় হলেন বাবর আজম। আমি শুধু শীর্ষ ৪-৫টি দলের কথা বলছি। বাবর কি সেই দলের একাদশে জায়গা পাবে? অস্ট্রেলিয়া, ভারত বা ইংল্যান্ডের এই ফরম্যাটে? উত্তর হল না! এমনকি নেপালও বাবর আজমকে তাদের দলে নেবে না।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer