Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৬ ১৪৩১, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

নিয়াজ মোর্শেদের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ৫ অক্টোবর ২০২৪

আপডেট: ১৪:৪০, ৫ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

নিয়াজ মোর্শেদের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা

ছবি- সংগৃহীত

হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত গ্র্যান্ডমাস্টারস দাবা টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সাম্বিততে হারিয়ে দেন মনন রেজা নীড়। টুর্নামেন্টের ৮ রাউন্ড শেষে ৬ পয়েন্ট হওয়ায় একটি আন্তর্জাতিক মাস্টার নর্ম পান ১৪ বছর বয়সী বাংলাদেশি দাবাড়ু। এতে আন্তর্জাতিক মাস্টার (আইএম) হয়েছেন মনন।

মননের বর্তমান ফিদে রেটিং ২৪৫০। গতকালের নর্মটি ছিল আইএমে মননের তৃতীয় নর্ম। আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্মের শর্ত পূরণ হওয়ায় এ তকমা লেগে গেল তরুণ এ দাবাড়ুর গায়ে। একই সঙ্গে তিনি ভেঙে দিয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের রেকর্ড।

এর আগে ১৯৮১ সালের ১৩ অক্টোবর শারজাতে এশিয়ান জোনাল খেলে আন্তর্জাতিক মাস্টার হন নিয়াজ, তখন তাঁর বয়স ছিল ১৫ বছর ৫ মাস। অন্যদিকে ২০১০ সালের ১৮ জুন জন্ম নেওয়া মনন আন্তর্জাতিক মাস্টার হয়ে গেলেন ১৪ বছর ৩ মাসেই। ফলে নিয়াজকে হটিয়ে মননই এখন বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার।

মননকে নিয়ে বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু পাঁচজন। মনন ছাড়া বাকিরা হলেন জিল্লুর রহমান চম্পক, আবু সুফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন সাগর ও ফাহাদ রহমান। মননের পাশাপাশি ফাহাদও বুদাপেস্টের গ্র্যান্ডমাস্টারসে অংশ নিয়েছেন। ফাহাদের একটি গ্র্যান্ড মাস্টার নর্ম আছে। আজ শেষ রাউন্ডে জিতলে ফাহাদের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার নর্ম হওয়ার সম্ভাবনা আছে।

অন্যদিকে আজ হাঙ্গেরির পেজস্তোস ব্লাজাসের মুখোমুখি হবেন মনন। ব্লাজাসকে হারাতে পারলে একটা গ্র্যান্ডমাস্টার নর্ম হয়ে যাবে মননের। এর আগে চলতি বছরের জুলাইয়ে জাতীয় দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন মনন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer