Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৭ ১৪৩১, রোববার ১৩ অক্টোবর ২০২৪

বিদায়ী ম্যাচে সংবর্ধনা পেলেন মাহমুদউল্লাহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৭, ১২ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

বিদায়ী ম্যাচে সংবর্ধনা পেলেন মাহমুদউল্লাহ

ফাইল ছবি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০৭ সালে অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের। পর অবশেষে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানছেন এই টাইগার অলরাউন্ডার। ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শেষবারের মতো মাঠে নামছেন তিনি। হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মাহমুদউল্লাহকে বিদায় দিতে ছিল বিশেষ আয়োজন।

ম্যাচ শুরুর আগে দলের পক্ষ থেকে স্মারক তুলে দেওয়া হয়েছে মাহমুদউল্লাহর হাতে। বিশেষ ক্রেস্টটি তার হাতে তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিল্লিতে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহ জানিয়েছিলেন, ভারতের বিপক্ষে এই সিরিজই তার জন্য শেষ।

দেশের হয়ে নিজের ১৪১তম ম্যাচ খেলতে নেমেছেন মাহমুদউল্লাহ। ব্যাট হাতে করেছেন ২ হাজার ৪৩৬ রান। বল হাতে পেয়েছেন ৪০ উইকেট। নিজের শেষটা কেমন রাঙাতে পারেন হায়দারাবাদের মাঠে, এখন সেটারই অপেক্ষা। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer