Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৬ ১৪৩১, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

চলছে বাফুফের ভোটগ্রহণ : এজিএমে পাস হয়নি ৬১ কোটির বাজেট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪১, ২৬ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

চলছে বাফুফের ভোটগ্রহণ : এজিএমে পাস হয়নি ৬১ কোটির বাজেট

ছবি- সংগৃহীত

রাজধানীর পাঁচ তারকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। শনিবার দুপুর ২টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।

শনিবার ভোটগ্রহণের আগে অনুষ্ঠিত হয়েছে বাফুফের এজিএম। সেখানে ২০২৫ সালের বাজেট প্রস্তাব করা হয়। প্রস্তাবিত সেই বাজেটের ব্যয় ধরা হয়েছিল ৬১ কোটি টাকা। কিন্তু তাতে ১৪ কোটি টাকার ঘাটতি রয়েছে। যে কারণে এই বাজেট এজিএমে পাশ হয়নি। দু-একটি খাতে সংশোধনী আনার প্রস্তাব দেয়া হয়েছে। এরপর তা পরবর্তী কমিটির এজিএমে পাশ হবে। 

এজিএম শেষে ইমরুল হাসান গণমাধ্যমে বলেছেন, ‘এজিএমে গত বছরের রিপোর্ট পেশ করেছেন সাধারণ সস্পাদক। নতুন বছরের প্রস্তাবিত বাজেটও দেওয়া হয়েছিল। তবে অধিকাংশ ডেলিগেটের দাবি ছিল, যেহেতু নতুন কমিটি আসছে, নতুন কমিটির সামনেই সেটা পেশ করা হয়। তো সেটা আগামীতে উপস্থাপন করা হবে।’ 
 
এজিএমে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিনিধি প্রথমবার বক্তব্য দিয়েছেন। ইমরুল বলেন, ‘এই প্রথমবার ডায়াসে এসে এনএসসির প্রতিনিধি বক্তৃতা দিয়েছেন এবং সরকারের কিছু দিক-নির্দেশনা ডেলিগেশনের সামনে উপস্থাপন করেছেন। অন্যান্য এজিএমের চেয়ে এই এজিএমের বিশেষত্ব ছিল এটা।’

বিদায়ী কমিটির শেষ এজিএম ছিল এটা। ১৬ বছর পর বাফুফের সভাপতির চেয়ারে বসছেন নতুন কেউ। এ ব্যাপারে ইমরুল বলেন, ‘সালাউদ্দিন ভাই তার বিদায়ী ভাষণে যেটা বলেছেন, ডেলিগেটরা যেন নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সততা দেখায়। যাদের ফুটবল সম্পর্কে ধারণা আছে, ফুটবল যারা পছন্দ করে, এরকম সৎ ও নিষ্ঠাবান ফুটবলপ্রেমী যারা আছেন, তাদের নির্বাচন করার জন্য আহ্বান করেছেন।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer