Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২২ ১৪৩১, বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪

সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০০, ২ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

ছবি- সংগৃহীত

টানা দ্বিতীয়বার সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নরা। যেখানে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল

গত বুধবার রাতে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামকে ২-১ গোলে হারিয়ে শিরোপার উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ। স্তব্ধ হয়ে যায় ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটি। বাংলাদেশের গোল দুইটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। টুর্নামেন্টজুড়ে দারুণ পারফরম্যান্সের সেরা খেলোয়াড় হন ঋতুপর্ণা। এছাড়া গোলবারের নিচে নিপুণ দক্ষতার জন্য রুপনা চাকমা হয়েছেন সেরা গোলরক্ষক।

দেশে ফিরে সেদিন সাফজয়ী নারী ফুটবলারদের বরণ করে নিতে বাফুফে ভবনে বিকেল সাড়ে ৫টা থেকে অপেক্ষা করছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অপেক্ষার প্রহর শেষ হয় সন্ধ্যা ৭টায়। বিকেল ৪টায় বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে রওয়ানা দেওয়ার তিন ঘণ্টা পর বাফুফে ভবনে এসে পৌঁছায় সাফজয়ী নারী ফুটবলাররা। বাফুফে ভবনে পৌঁছালে সাবিনাদের ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer