Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৬ ১৪৩১, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

ডেভিস কাপে ইয়েমেনের বিপক্ষে জিতল বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫২, ২১ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

ডেভিস কাপে ইয়েমেনের বিপক্ষে জিতল বাংলাদেশ

ছবি- সংগৃহীত

বাহরাইনে চলমান ডেভিস কাপে টেনিস প্রতিযোগিতার দ্বিতীয় দিনে জয় পেয়েছে বাংলাদেশ। ইয়েমেনকে ২-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

খেলার প্রথম এককে বাংলাদেশের রুস্তম আলী ৫-৭, ৬-৪, ৬-৪ সেটে ইয়েমেনের মোহাম্মদ মাক্কিকে হারান। তবে দ্বিতীয় এককে হেরে যান জারিফ আবরার। ৩-৬, ৩-৬ সেটে তাকে হারান ইয়েমেনের আল আনসি হাসান।

একক প্রতিযোগিতায় দুদলের ড্র হওয়ার পর পার্থক্য তৈরি হয় দ্বৈততে। এই খেলায় বাংলাদেশের হানিফ মুন্না ও জারিফ আবরার জুটি ইয়েমেনের আল আনসি হাসান ও ইসাক আল হাসান কে ৭-৫, ৬-৪ ব্যবধানে সরাসরি সেটে হারান। ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদন এবং বাহরাইন টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এবারের ডেভিস কাপ। এশিয়া/ওশেনিয়া অঞ্চল থেকে গ্রুপ-৫ এ প্রতিযোগিতা করছে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ দল তাজিকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer