Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৭ ১৪৩১, শনিবার ২৩ নভেম্বর ২০২৪

৮ ক্রিকেটারসহ ৯ জনকে বিসিবির নিষেধাজ্ঞা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ২২ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

৮ ক্রিকেটারসহ ৯ জনকে বিসিবির নিষেধাজ্ঞা

ফাইল ছবি

তৃতীয় বিভাগ ক্রিকেটে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটারসহ মোট ৯ জনকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ম অমান্য করায় এই ক্রিকেটারদের প্রত্যেককে ১ বছরের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে বিসিবি।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা জানিয়েছে বিসিবি।   

গত ১৮ নভেম্বর পিকেএসফের ১ নম্বর মাঠে সুপার লিগের ম্যাচে মাঠে নামে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাব। সেখানে মাঠের মধ্যে দুই পক্ষের ক্রিকেটাররা নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এই অপরাধের কারণে আচরণবিধির ২.১৯ এর অধীনে লেভেল ৪ অপরাধে দোষী ঘোষণা করা হয় তাদের।

শাস্তি পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন- তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, তেজগাঁওয়ের টিম অফিশিয়াল রবিন এবং স্যাফায়ার স্পোর্টিংয়ের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়।  

ক্রিকেটারদের আচরণবিধি লঙ্ঘনের প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, 'বিসিবি ঘরোয়া প্রতিযোগিতার কোনও স্তরে শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে নমনীয় হবে না। এটি সব খেলোয়াড় এবং কর্মকর্তাদের কাছে একটি বার্তা হোক যে বোর্ড কঠোরভাবে আচরণবিধি লঙ্ঘন মোকাবেলা করে।' 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer