Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১২ ১৪৩১, বুধবার ২৭ নভেম্বর ২০২৪

ইতিহাসের সবচেয়ে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৯, ২৭ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

ইতিহাসের সবচেয়ে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা

ছবি- সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বিশাল জয় দিয়ে নিজেদের রেকর্ডবই ওলট-পালট করে দিয়েছে বাংলাদেশের নারী দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আইরিশ নারীদের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতিরা জয় পেয়েছেন ১৫৪ রানে।

বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে রানের বিচারে এটিই সবচেয়ে বড় জয়। এর আগে টাইগ্রেসদের সবচেয়ে বড় জয় ছিল ১১৯ রানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রেকর্ড গড়ে লাল-সবুজ জার্সিধারীরা। এদিন নিজেরা প্রথমে ২৫২ রান করে আইরিশদের ৫৮ রানে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। দুই দল মিলে করে ৩৫০ রান। যা কোনো ওয়ানডে ম্যাচে দুই দলের সর্বোচ্চ সম্মিলিত রান। 

এদিন, প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিশাল রান করে রেকর্ড গড়ে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভার খেলে ২৫২ রান করে তারা। ওয়ানডেতে এটিই বাংলাদেশের নারীদের সর্বোচ্চ রান। এতদিন ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে প্রোটিয়াদের বিপক্ষে ৩ উইকেটে ২৫০ রান ছিল বাংলাদেশের সর্বোচ্চ। আজ আড়াই শ ছাড়ানো ইনিংসটি আয়াল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ, আগেরটি ছিল ৭ উইকেটে ২১০ রান।

বাংলাদেশের হয়ে আজকে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামা শারমিন সুপ্তা। ৪ রানের জন্য সেঞ্চুরি মিস হয়েছে তিন নম্বরে নামা এই ব্যাটারের। ৮৯ বলে ১৪টি চারের সাহায্যে ৯৬ রান করে থামেন তিনি। হাফ সেঞ্চুরি করেছেন মাত্র ৪১ বলে। বাংলাদেশের হয়ে এটিই দ্রুততম ফিফটি। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৪ বলে ফিফটি করে এতদিন রেকর্ডটি ছিল রুমানা আহমেদের। এছাড়া বাউন্ডারিতে সুপ্তার ৫৬ রানই বাংলাদেশের হয়ে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ রান। এতদিন বাউন্ডারিতে রুমানার ৪৮ রানই ছিল সর্বোচ্চ। 

সুপ্তা আজকে আগ্রাসী ব্যাটিং করতে পেরেছেন টপ অর্ডারের শক্ত ভিত্তির কারণে। ধীরগতির ব্যাটিং করলেও ৫৯ রানের উদ্বোধনী জুটি গড়েন মুর্শিদা খাতুন ও ফারজানা হক। কয়েকবার জীবন পেয়েও ৬১ বলে ৩৮ রানের বেশি করতে পারেননি তিনি। আরেক ওপেনার ফারজানার ব্যাটিংও ছিল ধীরগতির। ১১০ বলে ৪টি চারের সাহায্যে ৬১ রান করেন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দুই সেঞ্চুরির এই মালিক। পাঁচে নেমে ২৮ বলে ২৮ রান করেন অধিনায়ক জ্যোতি। 

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। দলের তিন ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের রান। এর মধ্যে ওপেনার সারাহ ফোর্বসের ৫১ বলে ২৫ রানই সর্বোচ্চ। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার সুলতানা খাতুন। ৮ ওভার ৫ বল করে ২৩ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। ৯ ওভারে ১ মেডেনসহ মাত্র ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন স্পিনার নাহিদা আকতার। পেসার মারুফা আকতার ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer