Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৭ ১৪৩১, সোমবার ০২ ডিসেম্বর ২০২৪

কমলা বাসিন অ্যাওয়ার্ড পেলেন দেশের প্রথম ফিফা নারী রেফারি জয়া চাকমা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:৫৯, ১ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

কমলা বাসিন অ্যাওয়ার্ড পেলেন দেশের প্রথম ফিফা নারী রেফারি জয়া চাকমা

ছবি- সংগৃহীত

ভারতের কমলা বাসিন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবলার ও প্রথম ফিফা নারী রেফারি জয়া চাকমা।শনিবার দিল্লিতে জমকালো এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেছেন বিকেএসপির এই ফুটবল কোচ। 

বাংলাদেশের জয়া চাকমা পেয়েছেন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের এই অ্যাওয়ার্ড পেলেন তিনি।

জেন্ডার সমতা নিশ্চিত করার ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মানসূচক অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এই অ্যাওয়ার্ডের জন্য দক্ষিণ এশিয়া থেকে মোট ৯০টি আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে ২ জনকে কমলা বাসিন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর ২ জনকে দেওয়া হয়েছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড।

মোট ৪ জনকে এই পুরস্কার দেওয়া হয়।এই পুরস্কার পাওয়া অন্য তিন জনের ২ জন ভারতের ও একজন শ্রীলঙ্কার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer