ছবি- সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে চলছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ৮ দলের এই টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আফগানদের পর এবার নেপালকেও উড়িয়ে দিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
এই জয়ে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে মঙ্গলবার গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আজিজুল হাকিমের দল।
নিজেদের দ্বিতীয় ম্যাচে বোলারদের দৃঢ়তায় নেপালকে মাত্র ১৪১ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। জবাবে ব্যাট করতে নেমে ১২৮ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।
রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৫.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৪১ রানে থামে নেপাল। দলটির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার আকাশ ত্রিপাঠি। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন ফাহাদ, ইমন ও রিজান।
আগে ব্যাটিংয়ে নেমে প্রত্যাশিত শুরু করতে পারেনি নেপালের দুই ওপেনার আকাশ ত্রিপাঠি ও মায়ান যাদব। এই দুইজন মিলে গড়েন ১৮ রানের জুটি। দলীয় ১৮ রানের মাথায় সাদ ইসলামের বলে মায়ানের বিদায় প্রথম ধাক্কা খায় নেপাল। ১২ বলে মাত্র ৪ রান আসে তার ব্যাট থেকে।
এরপর ক্রিজে এসে থিতু হওয়ার আগেই সাজঘরের পথ ধরেন আরেক ব্যাটার অর্জুন কাম। দুই বল খেললেও রানের খাতাই খুলতে পারেননি তিনি। শুরুর চাপ সামলে সান্তোষ যাদব ও আকাশ ত্রিপাঠির ব্যাটে প্রতিরোধ গড়ে নেপাল। তবে, এই জুটিও খুব বেশি বড় হয়নি।
দলীয় ৫৯ রানের মাথায় সান্তোষের বিদায়ে চতুর্থ উইকেট হারায় নেপাল। ২৯ বলে ৭ রান আসে সান্তোষের ব্যাট থেকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলীয় ১৪১ রানে থামে নেপাল।
এই রান তাড়া করতে নেমে স্রেফ ২৮.৪ ওভার সময় নেয় বাংলাদেশ। এই সময়ে জাওয়াদ আবরার ও আজিজুল হাকিমের ফিফটিতে ১৪২ রান করে জয় তুলে নেয় লাল সবুজের দল। অধিনায়ক আজিজুল হাকিম করেন ৫২ রান। আর আবরারের ব্যাট থেকে আসে ৫৯ রান।