Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৪ ১৪৩১, শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫

ফের পাকিস্তানকে নিষিদ্ধ করলো ফিফা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ৭ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

ফের পাকিস্তানকে নিষিদ্ধ করলো ফিফা

ফাইল ছবি

ফের নিষেধাজ্ঞায় পড়লো পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। ২০১৭ সাল থেকে এই নিয়ে তৃতীয়বারের মতো তাদেরকে নিষেধাজ্ঞা দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ ও ‘জিও নিউজ’ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবাররাতে এক বিবৃতিতে পিএফএফকে নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। এই নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানের জাতীয় ও ক্লাব পর্যায়ের দলগুলো আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে পারবে না। সঙ্গে পিএফএফ ফিফার কোনো অনুদান বা সহায়তাও পাবে না।  

সংবাদমাধ্যম দুটি জানায়, ফিফার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘পিএফএফ সংবিধানের সংশোধিত সংস্করণ গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের সদস্যপদ অবিলম্বে স্থগিত করা হয়েছে। এই সংশোধনী পিএফএফের নির্বাচনকে স্বচ্ছ ও গণতান্ত্রিক উপায়ে করতে প্রয়োজন ছিল এবং এটি ফিফার স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।’  

পিএফএফের স্বাভাবিকীকরণ কমিটির চেয়ারম্যান হারুন মালিক বলেছেন, ‘পাকিস্তানের ফুটবল পরিচালনায় ফিফা কিছু পরিবর্তন আনতে চায়, যার ফলে এই ফেডারেশন আন্তর্জাতিক মান বজায় রাখতে পারে। কিন্তু সাম্প্রতিক আলোচনায় বেশিরভাগ নবনির্বাচিত সদস্য এই প্রস্তাবে সম্মত হননি।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer