Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ২৪ ১৪৩১, বুধবার ০৯ এপ্রিল ২০২৫

না ফেরার দেশে ক্রীড়া লেখক ও বর্ষীয়ান সাংবাদিক বিমান ভট্টাচার্য

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ৭ মার্চ ২০২৫

প্রিন্ট:

না ফেরার দেশে ক্রীড়া লেখক ও বর্ষীয়ান সাংবাদিক বিমান ভট্টাচার্য

ফাইল ছবি

ক্রীড়া লেখক ও বর্ষীয়ান সাংবাদিক বিমান ভট্টাচার্য শুক্রবার দুপুরে ঢাকার গোপীবাগে নিজ বাসভবনে পরলোক গমন করেন। সাংবাদিকদের কাছে ছিলেন প্রিয় ‘বিমান দা’।৮৪ বছর বয়সে বিমান স্ত্রী, এক মেয়ে ও ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

ক্রীড়া লেখক সমিতির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দীর্ঘদিন বিমান ভট্টাচার্য অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৪১ সালের ৮ জুলাই জন্ম নেওয়া বিমানের পেশাগত জীবন শুরু হয়েছিল ব্যাংকার হিসেবে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চাকরি ছেড়ে পরে সাংবাদিকতা বেছে নেন। বাংলাদেশ টাইমস, ডেইলি অবজারভার ও গুড মর্নিং বাংলাদেশে কাজ করেছেন তিনি।

ক্রীড়া লেখক সমিতি ছাড়াও জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ নানা সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন বিমান। 

তার প্রয়াণে শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer