
ছবি- সংগৃহীত
জাতীয় দলে খেলার উদ্দেশ্যে বাংলাদেশে আসলেন হামজা দেওয়ান চৌধুরী। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ সিলেট বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
হামজার সঙ্গেে আছে তার পরিবারের সদস্যরা। শেফিল্ড শিল্ডের এই ফুটবলারকে এক নজর দেখার জন্য বিমানবন্দরে হাজির হয়েছেন শত শত মানুষ। সাংবাদিক থাকবেন না, তাও তো হয় না! সব মিলিয়ে ভিড় লেগেছে ওসমানী বিমানবন্দরের গেটে
হামজাকে ফুল দিয়ে বরণ করে নিবে বাফুফের এক্সকিউটিভ কমিটির একটা দল। বিমানবন্দর থেকে নিজের শেকড় হবিগঞ্জের বাড়িতে যাবেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। সেখানে বাফুফের কোনো আয়োজন না থাকলেও নিরাপত্তার জন্য হামজার সঙ্গে সার্বক্ষণিক একটা টিম থাকবে।
হামজা এসেছেন প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলতে। শিলংয়ে ২৫ মার্চ ম্যাচ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। আইনি জটিলতা মেটার পর এই ম্যাচের জন্য হামজাকে রেখেই দল ঘোষণা করেন হাভিয়ের ক্যাবরেরা।
বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তের আগে হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৭ ম্যাচ খেলেছেন। লেস্টার সিটির যুব দলে তার বেড়ে উঠা। সিনিয়র ক্যারিয়ার এখানেই শুরু করেছেন, লেস্টারের সঙ্গে এখনও চুক্তিও আছে। যদিও মাঝে ধারে বার্টন অ্যালবিয়ন ও ওয়াটফোর্ডে খেলেছেন তিনি। এখন খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।