Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১১ ১৪৩১, বুধবার ২৬ মার্চ ২০২৫

তামিমকে নিয়ে শঙ্কা এখনো কাটেনি: চিকিৎসক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ২৪ মার্চ ২০২৫

প্রিন্ট:

তামিমকে নিয়ে শঙ্কা এখনো কাটেনি: চিকিৎসক

ফাইল ছবি

ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠায় আছে গোটা দেশ। সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে ক্রিকেট খেলতে গিয়ে তামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়ার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপর রিং পরানো হলে প্রাথমিক সমস্যা মিটলেও ঝুঁকি পুরোপুরি কাটেনি বলে জানিয়েছে হাসপাতাল কৃর্তপক্ষ।

বিকেএসপির কাছেই কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি আছেন তামিম। সেখানকার মেডিকেল ডিরেক্টর রাজীব হাসান তামিমের শারীরিক অবস্থা নিয়ে প্রেস ব্রিফিং করেন। 

রাজীব হাসান বলেন, ‘তামিম ইকবাল ভাই আজকে সকালে সাড়ে ৯টার দিকে অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় তাকে এখানে আনা হয় এবং চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে চিন্তা করি যে, তাকে ঢাকায় নিয়ে যাওয়া যাবে না। বিভিন্ন কারণে ঢাকায় নেওয়া যায়নি। পরবর্তীতে তার অবস্থা ক্রিটিক্যাল হয়ে যায়। ওই অবস্থায়ই তিনি আবার আসেন। ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন, সব কিছু করা হয়েছে।’

তামিমকে ঘিরে শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহর রহমতে কন্ডিশন এখন অনুকূলে আছে। তার একটা হার্ট অ্যাটাক হয়েছে। তাই একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে উনার স্টেন্টিং খুব স্মুদলি ও এফিশিয়েন্টলি হয়েছে। ডাক্তার মনিরুজ্জামান মারুফ এই স্টেন্টিং করেছেন। এখন ওই ব্লকটা পুরোপুরি চলে গেছে। আমরা যেমনটা বলছিলাম, একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পর এখন পর্যবেক্ষণে আছেন। ক্রিটিক্যাল অবস্থা এখনও কাটেনি। একটু সময় লাগবে। আমরা সবাই প্রাণপণ চেষ্টা করছি।’

আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে টস করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম। পরে বুকে ব্যাথা অনুভব করায় আর মাঠে নামা হয়নি। হাসপাতালে ভর্তি করানোর পর এনজিওগ্রাম করানো হলে হার্টে একটা ব্লক ধরা পড়ে এবং দ্রুত সঙ্গে রিং পরানো হয়। বর্তমানে সিসিইউতে আছেন তিনি। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer