
ছবি: বহুমাত্রিক.কম
ময়মনসিংহে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের স্থাপনের জন্য বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।
আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের জন্য ময়মনসিংহ নগরীর সদর উপজেলার বাদে কল্পা মৌজায় বিশ একর জমি অধিগ্রহণসহ প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে একটি প্রস্তাব প্রস্তুত করছে ক্রীড়া মন্ত্রণালয়।
পরিদর্শনকালে সচিব বলেন, ক্রিকেট স্টেডিয়ামটি স্থাপন নির্মিত হলে আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা এই স্টেডিয়ামের অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামকে ঘিরে এখানে পাঁচ তারকা মানের হোটেলসহ অন্যান্য অবকাঠাম গড়ে উঠবে। সেইসাথে ময়মনসিংহের চেহারাও পাল্টে যাবে।
তিনি বলেন, ময়মনসিংহে প্রস্তাবিত আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামটি তৈরি হলে ময়মনসিংহের ছেলে-মেয়েরা জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় আরো কৃতিত্ব বয়ে আনবে। সম্প্রতি সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৪ শিরোপা অর্জনে জাতীয় মহিলা ফুটবল দলে ৮ জন নারী খেলোয়াড় ময়মনসিংহের কলসিন্দুরের সন্তান। জাতীয় পর্যায়ে খেলাধুলায় ময়মনসিংহের অবদান অনস্বীকার্য। এ অঞ্চলে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা হবে।
এসময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিষদের প্রকল্প প্রকৌশলী মোঃ নাজিম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আল লামিন, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, বিএনপি নেতা এনামুল হক আকন্দ লিটনসহ অন্যরা ক্রীড়া সচিবের সঙ্গে ছিলেন।