Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩২, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫

বাংলাদেশকে চার বছর পর টেস্টে হারাল জিম্বাবুয়ে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০০, ২৩ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

বাংলাদেশকে চার বছর পর টেস্টে হারাল জিম্বাবুয়ে

ফাইল ছবি

একদিন হাতে রেখেই সিলেট টেস্টে নিজেদের করে নিলো জিম্বাবুয়ে। বাংলাদেশকে হারিয়ে চার বছর পর ক্রিকেটের মর্যাদাকর ফরম্যাটে জয়ের স্বাদ পেলো ক্রেইগ আরভিনের দল।সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে বুধবার ৩ উইকেটের জয় পেয়েছে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটের ফিফটি আর বেন কারানের ৪৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

এর আগে প্রথম ইনিংসে ১৯১ রান করা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ২৫৫ রানে। তাতে প্রথম ইনিংসে ২৭৩ রান করা জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান।

রান তাড়ায় নেমে শুরু থেকেই দাপট দেখায় সফরকারীরা। ওপেনিং জুটিতে ৯৫ রান তুলে নেন বেনেট ও কারান। তাতে সহজেই জয় পাওয়ার পথ তৈরি হয়েছিল। তবে মাঝে একের পর এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মিরাজ একাই ৫ আর তাইজুল তুলে নেন ২ উইকেট।

তবে শেষদিকে আর কোনো বিপদ হতে দেননি ওয়েসলি মাধেভেরে ও রিচার্ড এনগ্রাভা। অষ্টম উইকেট জুটিতে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তারা।

বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালের পর সাদা পোশাকে জয় পেলো জিম্বাবুয়ে। ওই ম্যাচটি ছিল সিলেট স্টেডিয়ামে। যেখানে ১৫১ রানের ব্যবধানে হেরেছিল লাল সবুজরা।

আর সব মিলিয়ে প্রায় ৪ বছর ২ মাস এবং ১০ ম্যাচ পর ক্রিকেটের মর্যাদাকর ফরম্যাটে জয় পেলো দলটি। টেস্টে সবশেষ ২০২১ সালের মার্চে আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল তারা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer