Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩২, শনিবার ২৬ এপ্রিল ২০২৫

হৃদয়ের শাস্তি স্থগিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৯, ২৫ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

হৃদয়ের শাস্তি স্থগিত

ফাইল ছবি

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের অধিনায়ক তাওহীদ হৃদয়ের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। সিসিডিএমের একটি সূত্র দৈনিক মানবজমিনকে এটা নিশ্চিত করেছে। হৃদয় তার বাকি এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করবেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের পরের আসরের প্রথম ম্যাচে। 

বোর্ড সভাপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আজ মিরপুরে তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘তার (হৃদয়ের) যে শাস্তিটা ছিল, সেটা কিন্তু সে ভোগ করেছে। এখন দুটি ম্যাচ খেলার পর কাল শুনলাম, তাকে আবার বহিষ্কার করেছে। এটা কোন আইনে, কীভাবে করেছে, এটা আমার জানা নেই। এটা খুবই হাস্যকর, কোনোভাবেই সে আবার বহিষ্কার হতে পারে না। যাকে বিসিবি দুই ম্যাচ খেলতে দিয়েছে, তাকে আবার কীভাবে বহিষ্কার করে?’

এতে করে সুপার লীগে মোহামেডানের পরের দুই ম্যাচ গাজী গ্রুপ ক্রিকেটার্স ও আবাহনী লিমিটেডের বিপক্ষে খেলতে কোনো বাধা নেই হৃদয়ের। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer