Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৬ ১৪৩১, বুধবার ২৩ অক্টোবর ২০২৪

১২টি প্রতিষ্ঠানে ডিডস অ্যাটাকের তথ্য দিলো সার্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ১৬ আগস্ট ২০২৩

প্রিন্ট:

১২টি প্রতিষ্ঠানে ডিডস অ্যাটাকের তথ্য দিলো সার্ট

ফাইল ছবি

দেশের সাইবার ইস্যু দেখভালকারী প্রতিষ্টান বিজিডি ই-গভ সার্ট বলছে, এখন পর্যন্ত ১২টি প্রতিষ্ঠানের সাইটে ডিডস হামলা সনাক্ত করা গেছে। বুধবার এই তথ্য নিশ্চিত করেন সার্টের প্রকল্প পরিচালক ইঞ্জি মো. সাইফুল আলম খান। 

তিনি বলেন, বিভিন্ন পত্র-পত্রিকায় হ্যাকের বিভিন্ন রকম তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে তা সঠিক নয়। এখন পর্যন্ত আমরা ১২ টি প্রতিষ্ঠানে ডিডস হামলার বিষয় নিশ্চিত হতে পেরেছি।  

তিনি আরও জানান, হামলার শঙ্কায় থাকা প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলোর বিষয়ে কাজ করছে সার্ট। এর আগে সাইবার হামলার শঙ্কায় দেশের বিভিন্ন ও এনআইডির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাইটও বন্ধ রাখা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবাও কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer